এফএনএস স্পোর্টস: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রায় ১ বছর পর দলে ফিরেছেন পেসার শাহিন আফ্রিদি। এছাড়াও দলে ডাক পেয়েছে দুই নতুন মুখ মোহাম্মদ হুরায়রা ও আমির জামাল। এই সিরিজে টেস্টে শত উইকেটের মাইলফলক স্পর্শ করার সামনে দাঁড়িয়ে আছেন শাহিন। দলে ফিরে বেশ খুশি এই পেসার। তিনি বলেন, ‘এক বছর পর টেস্ট দলে ফিরতে পেরে আমি খুবই উচ্ছ¡সিত। এই সময়ে এ ফরম্যাটকে খুব মিস করেছি। এ সংস্করণ থেকে দূরে থাকা আমার জন্য অনেক কঠিন ছিল।’ আগামী ৯ জুলাই শ্রীলঙ্কা সফরের উদ্দেশে দেশ ছাড়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তবে এখন পর্যন্ত চ‚ড়ান্ত হয়নি সফরসূচি। দ্রæতই তা ঘোষণা করবে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলী, ইমাম-উল হক, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহীন আফ্রিদি ও শান মাসুদ।