দেবহাটা অফিস \ দেবহাটার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কার ও সম্মাননা গ্রহন করলেন সখিপুর হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। গতকাল উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর হাত থেকে তিনি পুরস্কার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, শহিদুল ইসলাম, প্রভাষক হাফিজুর ইসলাম প্রমুখ। উলেখ্য আবুূল কালাম আজাদ অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজটির পড়ালেখার মান উন্নয়ন সহ পাবলিক পরীক্ষায় বিশেষ সাফল্য অর্জন করে আসছে।