মীর আবুবকর \ সাতক্ষীরায় বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১২টায় বাংলাদেশ শিশু একাডেমীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতু ন্নেছা এমপি, তিনি শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরায় বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিঃ জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শফিউল আজম, শ্রেষ্ঠ জয়িতা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদীকা প্রাক্তন কাউন্সিলর জোৎ¯œা আরা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।