বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন পরিমল কুমার কর্মকার। গত ১৮ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা স্বাক্ষরিত অফিস সূত্রে জানা যায়, ১৬০ নং শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার কর্মকার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার নকিপুর গ্রামের মনোরঞ্জন কর্মকার ও বাসন্তী কর্মকারের সুযোগ্য পুত্র। উলেখ্য প্রধান শিক্ষক পরিমল কর্মকার ৫/১/১৯৮৮ সালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। তার সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়টি থেকে প্রতি বছর ঈর্ষনীয় সাফল্যসহ পিএসসি পরীক্ষায় একাধিক এ+ পেয়ে মেধাবৃত্তি প্রাপ্ত হয়। অত্র বিদ্যালয়টি ২০১৮ সালে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৩৫০ জন শিক্ষার্থী সুনামের সহিত অধ্যায়ন করছে। প্রধান শিক্ষক পরিমল কুমার কর্মকার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় তার সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠন প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।