কালিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কালিগঞ্জে শ্রেষ্ঠ রোভার স্কাউট কলেজ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ সরকারি কলেজের মেধাবী ও উদ্যমী শিক্ষার্থী মারুফ হাসান। শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের পাশাপাশি স্কাউটিং, সামাজিক সেবা ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গত ৮ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের সার্বিক মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সম্মাননা ঘোষণা করে। দীর্ঘদিন ধরে স্কাউটিং কার্যক্রমের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলাবোধ এবং সেবামূলক মনোভাবের জন্য মারুফ হাসান এই অর্জনের যোগ্য বিবেচিত হন। খোঁজখবর নিয়ে জানা যায়, মারুফ হাসান বাংলাদেশ স্কাউটসের একজন নিবেদিতপ্রাণ রোভার স্কাউট। স্কাউটিংয়ে তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে অন্যতম হলো বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন। এই সম্মাননা তার ধারাবাহিক পরিশ্রম, আত্মনিবেদন ও নেতৃত্বগুণেরই প্রতিফলন। স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি মারুফ হাসান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মসূচিতে অংশগ্রহণ করে একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে। বর্তমানে সে উপজেলার মধ্যে সর্ববৃহৎ যুব সংগঠন ‘জনকল্যাণ সংস্থা’ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজ উন্নয়ন, মানবিক সহায়তা, দুর্যোগকালীন সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই সাফল্যে কালিগঞ্জ সরকারি কলেজ পরিবার, স্কাউটসের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও উপজেলাবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। কলেজ শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা মনে করেন, মারুফ হাসান তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও মারুফ হাসান তার মেধা, নেতৃত্বগুণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।