রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ষষ্ঠ দিনে ১২ কোটি রুপি আয় ‘দ্য কেরালা স্টোরি’র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩

এফএনএস বিনোদন : বাঙালি চলচ্চিত্র নির্মাতা সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পরপরই একের এক জাদু দেখিয়ে চলেছে। সিনেমাটি বক্স অফিসে ষষ্ঠ দিনে ১২ কোটি রুপি আয় করেছে। যার ফলে মোট আয় দাঁড়িয়েছে ৬৮ কোটি রুপি। গত বুধবার সিনেমাটির আয় আগের দিনের চেয়ে ৭.৭২ শতাংশ বেড়েছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে শেয়ার করেছেন, “দ্য কেরালা স্টোরি অপরাজেয় এবং অপ্রতিরোধ্য। মুক্তির প্রথম দিন গত শুক্রবার আয় ৮.০৩ কোটি, গত শনিবার ১১.২২ কোটি, গত রোববার ১৬.০১ কোটি, সোমবার ১০.০৭ কোটি, গত মঙ্গলবার ঘরে তুলেছে ১১.১৪ কোটি এবং গত বুধবার ১২ কোটি রুপি। সর্বমোট আয় ৬৮.৮৬ কোটি রুপি। বক্স অফিসে বøকবাস্টার।” বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, সপ্তাহান্তে সিনেমাটি ভাল পারফরম্যান্স করেছে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যম, উভয় দিকেই সিনেমাটি সম্পর্কে তুমুল আলোচনা এবং এটি নিষিদ্ধ করার প্রবনতা সিনেমাটিতে আরো নতুন মাত্রা যোগ করেছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে সপ্তাহান্তে এটি ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারে। চলচ্চিত্রটি আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে যা এর সামগ্রিক আয় বাড়াবে। একজন নিরীহ হিন্দু নারীর গল্প ঘিরেই আবর্তিত কেরালা স্টোরি। যিনি ইসলামিক বন্ধুর ফাঁদে পড়ে ধর্মান্তরিত হন। তার সঙ্গে আরো অনেকেই এই ফাঁদে পড়েন। কেরালার ভিন্ন ধর্মাবলম্বী, মূলত হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তরিত করে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগদান করানোর ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার কাহিনি লেখা হয়েছে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনেমার প্রদর্শনে বাধা চলছে তামিলনাড়ু আর কেরালাতেও। তবু সিনেমাটির বক্স অফিস আয় বেড়েই চলেছে। নিষিদ্ধ করার আহŸান সিনেমাটির প্রচার আরো বাড়িয়ে দিয়েছে বলেই মতামত ব্যক্ত করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। দ্য কেরালা স্টোরিতে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানিসহ একঝাঁক তারকা। পরিচালনা করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। সূত্র : স্যাকনিল্ক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com