সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

সংলাপে বক্তরা \ সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ সব উপকূলীয় এলাকায় বরাদ্দ বৃদ্ধির সুপারিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

ঢাকা ব্যুরো \ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোতে বেশি বরাদ্দ রাখার আহবান জানিয়েছেন বক্তারা। কারণ অন্য জেলার তুলনায় সব সময় অতি-ঝুঁকির মধ্যে থাকে উপকূলীয় এলাকার জেলার মানুষগুলো। সেখানের মানুষেরা সুপেয় পানির সংকটসহ উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে নিদারুণ কষ্টের মধ্যে প্রতিনিয়ত দিনাতিপাত করছে। তাই অতিরিক্ত বরাদ্দ দিয়ে দুর্যোগ প্রবন এলাকার মানুষের পাশে সরকারকে থাকার আহবান জানান তারা। জলবায়ূ তহবিলের বরাদ্দের টাকাও দুর্যোগপূর্ণ এলাকায় বেশি বেশি ব্যয় করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর প্রতিও আহবান জানানো হয়। বুধবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাব মিলনায়তনে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে আয়োজিত জাতীয় সংলাপে অংশ নিয়ে আলোচকরা এসব কথা বলেন। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সভাপতি নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। সংলাপে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার জন-প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা, দাতা সংস্থা, গবেষক, সুশীল সমাজ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরিবেশ মন্ত্রী তার বক্তব্যে বলেন, উপকূলীয় এলাকায় এ পর্যন্ত ২ হাজার ২৭৭ বর্গকিলোমিটার চর বনায়ন করা হয়েছে। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে সরকার সুন্দরবন উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। প্রাকৃতিক ঝড়-জলোচ্ছ¡াসের সময় মানুষের জানমাল রক্ষায় সরকার উপকূলজুড়ে ব্যাপক বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী সৃষ্টি করছে। পরিবেশমন্ত্রী বলেন, সুন্দরবন সুরক্ষায় এর ৫২ শতাংশ এলাকাকে রক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখান থেকে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। সুন্দরবনের বাঘ, হরিণ, ডলফিন, কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণী রক্ষায় অভয়ারণ্য ঘোষণাসহ বিবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়াও, স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দারিদ্র বিমোচন ও মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এলক্ষ্যে, সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন বনজীবী, বনকর্মী ও বন্যপ্রাণীর খাবারের পানির জন্য ৪টি নতুন পুকুর ও ৮৪টি পুকুর পুনঃখনন করা হয়েছে। বনমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলে সম্মিলিতভাবে কাজ করলেই কেবল আমরা সুন্দরবন উপকূলীয় এলাকায় জলবায়ুর নেতিবাচক পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাস করতে সক্ষম হবো। বন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, উপকূলীয় এলাকার মানুষের সঙ্গে আমার বসবাস। আমার এলাকায় সুপেয় পানির সংকট প্রকট। সেখানে মানুষের কষ্ট লাঘবের জন্য পানি সংরক্ষণে রাখা ট্যাংক দিয়ে সুপেয় পানি ব্যবস্থা করা হচ্ছে। আর প্রভাবশালীদের প্রতি ক্ষোভ জানিয়ে এই উপমন্ত্রী বলেন, আপনারা কারো কথায় নদীর ভেঁড়িবাঁধ ছিদ্র করবেন না। এটা বন্ধ না করলে স্থায়ী ভেঁড়িবাঁধের জন্য সরকারের কাছে কোনো বরাদ্দ চাইব না। সাতক্ষীরা-২ সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি বলেন, উপকূলীয় এলাকার সমস্যা সমাধান করতে হলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ম্যারাথন সংলাপ আয়োজন করে সব পক্ষের মতামতের ভিত্তিতেই করতে হবে। অন্যথায় সীমিত সময়ের জন্য সংলাপ আয়োজন করে সম্ভব নয়। বলেন, পানি সম্পদ মন্ত্রী আমাকের গত তিনমাস আগে জানালেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু উন্নয়ন বরাদ্দ (টিনসহ আন্যান্য) পাঠিয়েছেন। এখনও অবধি সেগুলো আমি বুঝি পাইনি। এর নেপথ্যের কারণ কি তা-ও আমরা জানি; কিন্তু বলতে পারি না। কারণ থু থু ফেললে তা নিজেদের দিকেই এসে পড়বে। আবার নাভারণ হয়ে সাতক্ষীরার মুন্সীগঞ্জ পর্যন্ত রেল যাওয়ার কথা; শত চেষ্টা করেও এ বিষয়ে ইতিবাচক সাড়া পারছি না। মন্ত্রীরা লিখে দেন সচিব পর্যায়ে নথি আটকে থাকে। এগুলো আমরা বুঝি। সরকারের প্রকল্প গ্রহণে কারসাজির অভিযোগ উত্থাপন করেন মীর মোস্তাক আহমেদ রবি বলেন, নদী খনন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আবার বিশেষ ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য বিশেষ ভাবে প্রকল্পের ডিপিপি দেওয়া হয়। এমনকি মন্ত্রীদের নির্দেশনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের অনীহা দেখা যায়। সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা রুবিনা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে ধ্বংস হচ্ছে আমাদের পরিবেশ। এর ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে। বাড়ছে আর্থিক ক্ষতি। অন্য এক প্রসঙ্গে বলেন, দেশে নারী-পুরুষ মিলিয়ে দেশে ধূমপায়ীর সংখ্যা ৪ কোটি। এর ফলে জলবায়ুর বিরুপ প্রভাব পড়ছে। পরিবেশের পাশাপাশি স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তাই তামাক উৎপাদন, বিতরণ ও বিপণন বন্ধ করতে হবে। আর কার্বন নি:সরণ শুণ্যের কোটায় নিয়ে আসতে হবে। বলেন, উপকূলীয় অঞ্চলকে উন্নয়নে বড় বাঁধা সমন্বয়হীনতা। এ জন্য আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় বাড়ানোর পাশাপাশি পৃথক একটি সংস্থা গঠন করা জরুরী। উপকূলীয় জনগণের নিরাপদ খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণে সরকার প্রকল্প নিয়েছে বলে জানান তিনি। পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, উপকূলীয় এলাকায় সুরক্ষিত ও টেকসই ভেঁড়িবাঁধ নির্মাণের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে হবে। সেখানে স্থানীয় মানুষের সম্পৃক্ততা বাড়াতে হবে। বলেন, উপকূলীয় এলাকায় মানবিক বিপর্যয় রোধ করতে হলে পরিবেশ ও প্রাকৃতিকে বিজ্ঞানভিত্তিক ভাবে অনুধাবন করতে হবে। এর আগে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের ন্যায্য দাবিসমূহ আদায়ে যুক্তিযুক্ত ও শক্ত অবস্থান তুলে ধরার জন্য পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর আহŸান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com