ঢাকা ব্যূরো \ চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম (শীতকালীন) অধিবেশন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এর আগে বেলা ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। বরাবরের মতো এই অধিবেশন দীর্ঘ হবে এবং তা চলবে ৯ ফেব্র“য়ারি পর্যন্ত। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংসদে সাধারণ আলোচনা হবে। অধিবেশনের শুরুতে বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন স্পিকার। করোনা সংক্রমণ কমলেও এবারো স্বাস্থ্য বিধি মেনে সংসদ অধিবেশন পরিচালিত হচ্ছে। অধিবেশন কক্ষে প্রবেশের জন্য সকলকে করোনা নেগেটিভ সনদ নিতে হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়া হয়। অধিবেশন শুরুর আগে বছরের প্রথম অধিবেশনের শুরু’র দিনে সংসদ ভবনে আগমণে বরাবরের মতো ফুল দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভ্যর্থনা জানানো হয়। শোক প্রস্তাব গ্রহণের পর রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করেন। সকলে দাড়িয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। ওই ভাষণে বর্তমান সরকারের সফলতা ও আগামী কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। রাষ্ট্রপতির ভাষণের আগে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ (অধ্যাদেশ নং-১, ২০২২) উত্থাপন করেন। বিএনপি এমপিদের পদত্যাগ \ চলতি সংসদের বিগত অধিবেশনগুলোতে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সক্রিয় থাকলেও গতকাল বৃহস্পতিবার তাদের আসনগুলো শুন্য ছিলো। গত মাসে দলীয় সিদ্ধান্তে বিএনপি দলীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা পদত্যাগ করেন। তাদের পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার। সভাপতিমণ্ডলী নির্বাচন \ অধিবেশনের শুরুতে স্পিকার নতুন বছরের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের স্বাগত জানান। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন তিনি। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- রমেশ চন্দ্র সেন, এ কে এম শাহজাহান কামাল, ইউসুফ আব্দুলাহ হারুন, কাজী ফিরোজ রশীদ ও সালমা ইসলাম। শোক প্রস্তাব গ্রহণ \ সভাপতিমণ্ডলী নির্বাচনের পর স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। সাবেক মন্ত্রী-এমপিসহ দেশে-বিদেশে মারা যাওয়া বরেণ্য ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বসম্মতিতে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবে একজন সাবেক মন্ত্রী, দুইজন সাবেক প্রতিমন্ত্রী, একজন সাবেক বিরোধীদলীয় হুইপ ও চারজন সাবেক সংসদ সদস্যের নাম উলেখ করা হয়। তাঁরা হলেন- সাবেক মন্ত্রী এ.বি.এম. গোলাম মোস্তফা, সাবেক প্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসাইন ও জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক বিরোধীদলীয় হুইপ মো. মসিউর রহমান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক, ড. আলাউদ্দীন আহাম্মদ, এস এম ফারুক ও মো. শাহজাহান খান। কার্য উপদেষ্টা কমিটির বৈঠক \ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে কমিটি সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে শুক্র ও শনিবার ব্যতীত ৯ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল সোয়া ৪টা থেকে অধিবেশন চলানোর সিদ্ধান্ত হয়। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি সংসদে বিশেষ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী এপ্রিলে বিশেষ অধিবেশন আহŸানের প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭৩টি ও অন্যান্য মন্ত্রীর জন্য এক হাজার ৮৫৪টি প্রশ্নসহ এক হাজার ৯২৭টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৪টি। অধিবেশনে উত্থাপনের জন্য ৬টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৮টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় একটি ও উত্থাপনের অপেক্ষায় ৬টি বিল রয়েছে।