আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি ॥ (শ্যামনগর কালিগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার আটুলিয়াতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় আটুলিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা, উপজেলা, ইউনিয়ন আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ’লীগ দলীয় নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। সাধু রঞ্জন মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএম শফিউল আজম লেলিন, শেখ এজাজ আহমেদ স্বপন, গাজী আনিসুজ্জামান আনিচ, জি এম সালাউদ্দিন, মারুফ বিল্লাহ, চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু প্রমুখ। সভায় বক্তারা, আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করতে সকলের প্রতি আহ্বান জানান।