শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি \ অস্বস্তিতে ক্রেতারা আমদানীতে বেশি বেশি অংশগ্রহণ জরুরী \ কৃত্রিম সংকট সৃষ্টি রোধে মনিটরিং জরুরী কুলিয়া ও সখিপুর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত সখিপুরে চাল শ্রমিক আজিজুলের মৃত্যু সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী শ্যামনগরে কারিতাসের উদ্ভাবিত জুটিনসীট ঘর উদ্বোধন ও হস্তান্তর তালায় তারুণ্যের উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনের ক্রিকেট ওফুটবল খেলা অনুষ্ঠিত সাতক্ষীরা টেকনিক্যাল স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সাতক্ষীরায় চিংড়ি চাষের পুকুর প্রস্তুতি কর্মশালা দায়িত্বশীল ও কর্মী শিক্ষা শিবির সভা অনুষ্ঠিত নলতা শরীফে ৬১তম বার্ষিকী পবিত্র ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী

সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে মত বিনিময় করলেন সদর প্রাথঃ শিক্ষা পরিবার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা দুই (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে গতকাল সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেছেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আবদুল গনির নেতৃত্বে সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মত বিনিময় ও সৌজন্য সাক্ষাতে উপস্তিত ছিলেন। এর পূর্বে জাতীয় সংসদ সদস্য শিক্ষা পরিবারের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মত বিনিময় সভায় সদর আসনের সংসদ সদস্য সদর উপজেলার প্রাথমিক শিক্ষা প্রসার ও কর্মযজ্ঞকে সাধুবাদ জানিয়ে বলেন, উপজেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা, প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করলে ভবিষ্যৎ প্রজন্ম বিনির্মানের ক্ষেত্র অধিকতর সহজতর হবে। তিনি এ সময় বলেন আমি যাতায়াত পাথে কোন কোন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের প্রতি চাঞ্চল্য প্রত্যক্ষ করি আবার বিভিন্ন মাধ্যমে জানতে পারি কোন কোন বিদ্যালয়ের দায়িত্বশীলরা অর্পিত দায়িত্ব পালনে কোন কোন ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। যে সকল বিদ্যালয়ের প্রধান তথা দায়িত্বশীলরা যথা সময়ে দায়িত্ব পালন করছে না তাদেরকে বিধি মোতাবেক আইনের আওতায় আনার আহবান জানান। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল গনি এ সময় সদরের প্রাথমিক শিক্ষা বিষয়াবলী তুলে ধরেন এ সময় তিনি ভূয়সি প্রশংসা করেন। শিক্ষা পরিবারকে সদর সাংসদ আশ্বস্থ করে বলেন প্রাথমিক শিক্ষার যে কোন বিষয়ে আমার শতভাগ সহযোগিতা থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ, আসপিয়ারা খাতুন, চায়না ব্যানার্জী, একরামুল কবীর, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পঙ্কজ কুমার বর্মন, সহকারী শিক্ষক সওকত হোসেন, মোঃ কামরুজ্জামান, আমিনুর রশিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com