স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু প্রথম বারের মত জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে সাতক্ষীরার দুঃখ দুর্দশার কথা তুলে ধরলেন। গতকাল সংসদ অধিবেশনের মুলতবির পর স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে ও স্থানীয় সরকার মন্ত্রী দৃষ্টি আকর্ষন করে সাতক্ষীরা সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিন পশ্চিম অঞ্চলে সবচেয়ে অবহেলিত জেলা। সদর আসনটি জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে পৌরসভার রাস্তাঘাট বলতে মনে হয় আমরা আদিম যুগে বাস করছি। পৌরসভার ৯টি ওয়ার্ডে দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি শহরের জনগুরুত্বপূর্ণ পোস্ট অফিস, হইতে সাতক্ষীরা সরকারী কলেজ সড়কে দুই পাশ দিয়ে বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। সেই সড়কে কোন গর্ভবতী নারী আসলে রাস্তায় ডেলিভারী হয়ে যাবে। তিনি এই সড়ক সহ সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সকল সড়ক দ্রুত সংস্কারের আহবান জানান। এর পূর্বে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু সংসদে তারকা চিহৃ প্রশ্নে ২৮ উপস্থাপন করে সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ উপনেতা জিএম কাদের সহ সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের কে ধন্যবাদ জানান।