বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ১৬০ নং শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ২০২২ সালের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী মায়েদের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কর্মকার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, জেলা সহকারি শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রভাষক আব্দুলাহ আল ফারুক, সরকারি উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন, জহুরুল ইসলাম ও ইদ্রিস আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু প্রমুখ।