বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বিশিষ্ট চাউল ব্যবসায়ী ও সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রিয় পাঠক মোঃ হারুন অর রশিদ মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের আলহাজ্ব আব্দুল জব্বার এর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৩ টায় হঠাৎ স্টকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত ৪ টায় তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়—স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার কর্মময় জীবনে তিনি সৎ ব্যবসায়ী হিসেবে সকলের নিকট সুপরিচিত ছিলেন। সকলের সাথে নিবিড় সুসম্পর্ক ছিল তার। তিনি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার একজন নিয়মিত পাঠক এবং সু সমালোচক ছিলেন। গতকাল সোমবার আসর নামাজ বাদ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লী বৃন্দের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নূরনগর বাজার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজে নেতৃবৃন্দ। দৈনিক দৃষ্টিপাত পরিবারের পক্ষ থেকে তার শোকসম্পত্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।