বিশেষ প্রতিনিধি \ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরা থেকে প্রকাশিত জনবহুল পত্রিকা দৈনিক দৃষ্টিপাত এর প্রিয় পাঠক ও শুভাকাঙ্ক্ষী ডাঃ এস এম আবু দাউদ। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি কালীগঞ্জ উপজেলার রতনপুর নাটুয়ারবেড় গ্রামের মৃত কেরামত আলী সরদারের তৃতীয় পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, গত বুধবার রাতে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। ফ্রেন্ডশিপ হাসপাতালে সিটি স্ক্যান না থাকায় সাতক্ষীরা থেকে সিটি স্ক্যান করে ফেরার পথে পথিমধ্যে কালিগঞ্জ পৌঁছালে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আসর নামাজ বাদ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার সহ সর্বস্তরের হাজার হাজার মুসলির উপস্থিতিতে নাটুয়ারবেড় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে নাটুয়ারবেড় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন রামজীবনপুর দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল হামিদ। তিনি চিকিৎসক হিসেবে নূরনগর বাজার, নিজস্ব এলাকা ও বিভিন্ন এলাকার মানুষদের দীর্ঘদিন সুনামের সহিত চিকিৎসা সেবা প্রদান করেছেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক দৃষ্টিপাত পরিবারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।