বিশেষ প্রতিনিধি \ সকলকে কাঁদিয়ে অকালে না ফেরার দেশে চলে গেলেন সাজ্জিদ হোসেন (২৩) নামের এক উজ্জ্বল সম্ভাবনাময় তরুন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে মোঃ কবিরুল ইসলামে পুত্র ও সাতক্ষীরা সরকারী কলেজের অনার্স ফাইনাল বর্ষের ছাত্র। ১১ এপ্রিল সোমবার সকাল ৭ টায় ৪৫ মিনিটে নলতা রওজা শরীফ মোড়ে অবস্থিত স্বপ্নপুরণ হাসপাতালে দ‚রারোগ্য প্যানসাইটোপেনিয়া (অ্যাপ্লাস্টিক এ্যানিমিয়া) নামক রোগের মরণ ছোবলে পৃথিবী থেকে চির বিদায় নেন সাজ্জিদ। খুব সহযোগিতা মনোভাব সম্পন্ন হাসিমুখ, প্রাণোচ্ছল ও অসচ্ছল পরিবারে সন্তান সাজ্জিদ বছরজুড়ে আহ্ছানিয়া মিশনের নানা উদ্যোগে স্বেচ্ছাসেবকের কাজও করতেন। স¤প্রতি কিশোর হাসিমুখে নেমে আসে নিকশ-কালো অন্ধকার। দ‚রারোগ্য প্যানসাইটোপেনিয়া (অ্যাপ্লাস্টিক এ্যানিমিয়া) ধরা পড়ে সাজ্জিদের শরীরে। এই দ‚রারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে জরুরী ভিত্তিতে তার বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন বলে জনান চিকিৎসকরা। যার ব্যয় অন্তত ৪০ লক্ষ টাকার। তার অসচ্ছল পরিবারের পক্ষে তা সম্ভব হয়নি। অবশেষে সোমবার সকাল ৭ টায় ৪৫ মিনিটে সর্বজন প্রিয় সাজ্জিদের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আকাশ-বাতাস ভারী হয়ে এলাকায় শোকের ছায়া নামে। চির বিদায় নেওয়া সজ্জিদকে এক নজর দেখতে সর্ব শ্রেণির মানুষ ভীড় জামায় তার বাড়িতে। সোমবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে যানাজা শেষে নলতা হাইস্কুল মাঠের পাশে কবরস্থানে দাফন করা হয়েছে।