বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার উপজেলা পরিষদের সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল বারী ইন্তেকাল করেছেন। ইন্নালিলাহি……..রাজিউন। ঘটনা সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল শনিবার সকালে খুবই অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সকাল ৯ টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন। তিনি উপজেলার আটুলিয়া হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত আলহাজ্ব সোহরাব গাজীর পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আসর নামাজ বাদ শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এবং সর্বস্তরের হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং আগামীকাল সকাল ৮ টায় আটুলিয়া সহারাবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ২য় বার জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবর গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার অকাল মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।