রতনপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের অবসর প্রাপ্ত ইংরেজি শিক্ষক আব্দুল জলিল আর নেই। (ইন্না……………….রাজেউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, অসংখ্যা ছাত্র-ছাত্রী আর আত্নীয় স্বজন রেথে গেছেন। পারিবারিক সূত্রে জানাযায় তিনি দীর্যদিন প্যারালাইসিস রোগসহ নানা জটিল রোগে আকান্ত হয়ে বাড়িতে শর্য্যাশায়ী থাকা অবস্থায় গান্ধুলিয়া গ্রামে গতকাল সকাল ৮ সময় ইন্তেকাল করেন। মরহুমের প্রথম জানাযা বাদআসর রতনপুর ফুটবল ময়দানে এবং দ্বিতীয় জানাজা খুব্দীপুর ঈদগাহ ময়দানে বাদ মাগরীব অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। একজন আদর্শ শিক্ষকের মুত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সহ মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেছেন,সাতক্ষীরা-৪ আসনের এমপি এস.এম,আতাউল হক (দোলন), কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রিন্সিপাল, মোঃ আবদুল ওহাব, ডি.আর.এম. ইউনাইটেড কলেজের প্রিন্সিপাল, মোঃ আবুল বাশার, রতনপুর টি.এন.বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম (বাবু), কালিগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ মেহেদী, ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ।