মীর আবু বকর ॥ সাতক্ষীরার মানুষ আমাকে কতটা ভালবাসে ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলা বাসী গত ৭ জানুয়ারি নির্বাচনে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমাকে বহু জনগণ না দেখে ভোট দিয়েছেন। সাতক্ষীরা প্রেসক্লাব, ভোমরা স্থল বন্দর, জেলা আইনজীবী সমিতি ও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজে নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত করা হবে। সাতক্ষীরা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু গতকাল দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য আশু আরো বলেন, নির্বাচনের আগে জনগণের সাথে ওয়াদা করেছিলাম বেকারত্ব দূর করন, সুন্দরবন টেক্সটাইল মিল চালু, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সকল নিয়োগ বাণিজ্য বন্ধ করে মেধার ভিত্তিতে চাকরি পাবে। সাতক্ষীরায় কোন দুর্নীতি অনিয়ম অবিচার করলে ক্ষমা করা হবে না। সকলকে সাথে নিয়ে সাতক্ষীরার উন্নয়নে কাজ করব। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সহ-সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, সদর উপজেলা আলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধাঃ সম্পাদক মোঃ শাজাহান আলী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, সহ জাতীয় পার্টি ও আলীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। এর পূর্বে নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।