শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির অনুসন্ধান শুরু টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত ষড়যন্ত্রকারীরা জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না: অ্যাটর্নি জেনারেল দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে: সারজিস জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই: জামায়াত আমির বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল ৮দলীয় নক—আউট ক্রিকেট টুর্নামেন্টে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা দেবহাটা পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের পুনর্মিলন ও কৃতিশিক্ষার্থীদের পুরস্কার প্রদান

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের শান্তি শৃংখলা বজায় রাখা সম্ভব -অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

কালিগঞ্জ ব্যুরো ঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান (আমিন)। তিনি বলেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের শান্তি শৃংখলা বজায় রাখতে হবে। আমরা আজ জনগনের দোরগোড়ায় এসেছি শুধুমাত্র এলাকার শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আহবান জানাতে। কেননা পুলিশ জনগনের বিপদের সময়ে পরম বন্ধু। এলাকার কতিপয় ব্যাক্তি অপরাধী, তাদেরকে আমরা সকলে চিনি ও জানি কিন্তু প্রতিবাদ করিনা। এজন্যই তারা পারপেয়ে আরও অপরাধে জড়িয়ে পড়ে। আমাদেরকে আন্তরিক সহযোগিতা করুন সন্ত্রাসী, চাঁদাবাজ, মামলাবাজ ও মাদকের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেবো। বিট পুলিশের পাশে থাকার আহবান জানিয়ে তিনি আরও বলেন কেউ যদি এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার, বিট পুলিশিং কর্মকর্তা থানার উপ পরিদর্শক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, আব্দুল কাদের, শিক্ষক ফজর আলী, আওয়ামী লীগ নেতা নরেন্দ্র মন্ডল, শওকাত হোসেন প্রমুখ। এসময়ে অন্যান্য বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চোরাচালান, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেবল সমাজের শান্তি শৃংখলা বজায় রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com