স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরে আলোচনা সভা ও বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে গতকাল রাতে কাটিয়া মন্দির চত্বরে মন্দির কমিটির প্রধান উপদেষ্টা দিন বন্ধু মিত্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন। সমাজের কিছু দুস্কৃতিকারীরা এ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। আমরা সকলে দুর্গাউৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আহম তারেক উদ্দিন, সদর আ’লীগ সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর কাউন্সিলর হিমেল, অন্যান্য মধ্যে উপস্থিত মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন কর্মকার, সহসভাপতি শংকর রায়, অধ্যাপক ভূধরচন্দ্র বলায় দেয়, প্রশান্ত গাইন, ভৈরব দাশ, তপন হাওলাদার সহ অন্যান্যরা। সভা শেষে দুস্থ অসহায় মানুষের মাঝে পোশাক বিতরন করেন প্রধান অতিথি। উলেখ্য গতকাল মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত।