শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

সকল ধর্মের মূল কথা মানবসেবা মানবাধিকার পরিস্থিতির উপর জেলা পর্যায়ের ডায়ালগ সভায় -জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ মনিরুল ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতির উপর জেলা পর্যায়ের ডায়ালগ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের ম্যানগ্রোভ হল রুমে উত্তরন সাতক্ষীরা আয়োজনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা নেটওয়ার্কের আহবায়ক এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম। এসময় তিনি বলেন, সেবাই পরম ধর্ম। সকল ধর্মের মূলকথা, মানবসেবা। কালে কালে যুগে যুগে ধর্ম সাধকেরা মানুষের মাঝে প্রচার করেছে যে, সৃষ্টিকর্তাকে পেতে হলে আগে তার সৃষ্টিকে পেতে হবে। মানুষকে ভালবাসতে হবে। তিনি আরও বলেন, জেলা লিগ্যাল এইড অফিসে অসহায়, দরিদ্র মানুষেরা কোন বাধা ছাড়াই নির্বিঘেœ সেবা নিতে পারবে। জেলা লিগ্যাল এইড অফিস বিনামূল্যে ভূক্তভোগীর আইনি সহায়তা প্রদান করছে। লিগ্যাল এইড অফিসের কর্মকান্ড প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে পৌছে দিতে হবে। সর্বক্ষেত্রে মানবাধিকার রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সমন্বয়কারী টিপু সুলতান, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ আশেক ইলাহী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাস, আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম, এড. শাহনাজ পারভীন মিলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড.আব্দুল­াহ আল হাবিব, এড. দিলীপ কুমার দেব, এড. খায়রুল বদিউজ্জামান, এড. নাজমুন নাহার ঝুমুর, সাংবাদিক গোলাম সরোয়ার, আব্দুল জলিল, এনজিও প্রতিনিধি মরিয়ম মান্নান, ফেরদৌসি, জ্যোস্না দত্ত, আফজাল হোসেন, রুহুল আমিন, শরিফুল ইসলাম। এছাড়া মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সুধী সমাজ ও বিভিন্ন এনজিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এড. মুনিরুউদ্দীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com