মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ থানার ওসি মোঃ হালিমুর রহমান বলেছেন, সামাজিক সম্প্রীতি বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকল ধর্ম-বর্ণের মানুষকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালন করতে সকলে সহযোগিতা করবেন। শনিবার বেলা ১১টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এস,এম মমতাজ হোসেন মন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক জিলুর রহমান, আ’লীগ নেতা শেখ ফিরোজ কবির কাজল, সহকারি অধ্যাপক এস এম হারুন-অর-রশিদ, পুলক কুমার দাশ, তেজেন্দ্র নাথ ঘোষ প্রমুখ। সভায় মসজিদের ইমাম, পুরোহিত, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ওসি মোঃ হালিমুর রহমান পরিষদ চত্ত্বরে লেবু গাছের চারা রোপণ করেন।