স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক সহ ১৩ পদে দুটি প্যানেলে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় শাহিনুর রহমান সরদার বিজয়ী হয়েছে। নির্বাচনে একটি গ্র“পে অধ্যক্ষ আবু আহমেদ সভাপতি পদে বাঘ প্রতীক ও সম্পাদক গোলাম মোরশেদ আনারস প্রতীক নিয়ে লড়ছেন। অপরদিকের গ্র“পে সভাপতি পদে সাইফুল করিম সাবু ছাতা প্রতীক ও সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন। উভয় গ্র“পের প্রার্থীরা নিজেদের প্যানেল পরিচিতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সকাল থেকে সন্ধ্যা অবধি প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের কাছে নিজেদের গ্র“পের বিষয় তুলে ধরছেন। ভোট আসলে মালিকদের কদর বাড়ে। নানা আশ্বাস আর কৌশলে তাদের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা চালাচ্ছে। মালিক সমিতির নির্বাচন কে কেন্দ্র করে বাসটার্মিনাল এলাকায় আনন্দের জোয়ারে ভাসছে। চায়ের কাপে নির্বাচনী হাওয়া বইছে। একজন অপর জনের সাথে আলোচনার কেন্দ্র বিন্দু মালিক সমিতির নির্বাচন। দীর্ঘদিন পর মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। যাইহোক শেষ দেখার অপেক্ষা করছেন সকলে। রাত পোহালে সমিতির নির্বাচন সন্ধ্যায় কোন গ্র“প হাসবে বিজয়ের হাসি। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৮৭ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে কমিশনের উদ্যোগে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃংখলা বাহিনী সহযোগিতা করবেন।