স্টাফ রিপোর্টার \ আর মাত্র ১১ দিন তার পর ২৫ জুন, ঐ দিনে বিশ্ববাসি দেখবে বিশ্বের অন্যতম বিস্ময়। বাংলাদেশের অস্তিত্ব, সম্মান, মর্যাদার প্রতিমুখ পদ্মা সেতুর উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে এই সেতুর শুভ উদ্বোধন করবেন। অবাক বাংলাদেশ এ পৃথিবী তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবুও মাথা নোয়াবার নয়, হ্যাঁ প্রিয় বাংলাদেশ মাথা নত করেনি, বিশ্ব ব্যাংকের অসম্মান জনক শর্ত মানতে রাজি হইনি, দেশের সম্মান সুউচ্চে রেখেছে, আর তারই ফসল আমাদের অর্থায়নে স্বপ্নের সেতুর বাস্তব রুপ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন আত্মমর্যাদা রক্ষায় আত্মবিশ্বাসী হয়ে ঘোষনা দিয়েছিলেন আমরা আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করবো, সেটাই বাস্তবতায় পরিপূর্ণতা পেলো। পদ্মাসেতু দেশের অর্থনীতির দ্বারা সুপ্রশস্ত করবে। বিশেষ করে পদ্মা সংলগ্ন দক্ষিন সুপ্রশস্ত করবে। বিশেষ করে পদ্মা সংলগ্ন দক্ষিন পশ্চিমাঞ্চলের পঁচিশ জেলার সাথে রাজধানী ঢাকার দুরত্বকমার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, পন্য পরিবহনে সহজ হবে যা অর্থনীতির আলোক বর্নিতা হিসেবে বাংলাদেশকে নতুন অর্থনৈতিক অঞ্চলের পথ দেখাবে।