দেবহাটা অফিস ॥ দেবহাটা উত্তর সখিপুরে মুদি ব্যবসায়ী আমজাদ হোসেনের পুত্র তৌফিক হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী তৌফিক হোসেন খেজুর বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী। মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর দুটোর দিকে। শিশু তৌফিকের তার পরিবারের সদস্যদের কান্নাকাটিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামবাসির মাঝে শোক ছড়িয়ে পড়ে। তৌফিকের পরিবারের সদস্যরা জানান গতকাল স্কুলে না যাওয়ায় তাকে বাকাবকি করলে সে দুপুরে খাওয়ার না খেয়ে ঘরে অবস্থান নেয় পরবর্তিতে দুইটার দিকে ঘরের দরজা জানালা বন্ধ দেখে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে দরজা ভেঙ্গে দেখতে পয় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাস দেওয়া,মুহুর্তে তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরাতহাল করেন বলে জানান দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন।