দেবহাটা অফিস \ সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্যা কলেজের কৃতি শিক্ষার্থী কাব্য ঘোষ এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সাতক্ষীরাকে বিশেষ ভাবে আলোকিত করলো। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশন ২০২২ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় সেরা মেধাবীদের পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপির হাত থেকে কাব্য ঘোষ পুরস্কার গ্রহন করেন। এসময় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। সাতক্ষীরার এই সোনার ছেলেকে সম্মাননা প্রদান, মেডেল, সনদপত্র, প্রাইস মানি, বই সহ বহুবিধ পুরস্কার প্রদান করেন। কলেজের শিক্ষক আবু তালেব জানান কাব্য ঘোষের এই প্রাপ্তী এবং অর্জন সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্যা কলেজ গর্বিত। কলেজের সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা বিশেষ ভাবে আনন্দিত।