দেবহাটা অফিস \ দেবহাটার চাল শ্রমিক মাঝ সখিপুর গ্রামের রমজান আলীর ছেলে আজিজুল (২৩) গ্যাস বড়ি পানে মৃত্যুবরণ করেছে। গতকাল দুপুরে গ্যাস বড়ি পান করলে পরিবারের সদস্যরা স্থানীয় চিকিৎসকের কাছে নেয়। পরবর্তীতে বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়। আজিজুল সখিপুর বাজারস্থ এক চাল আড়তে চাল ধান বহনের কাজে নিয়েজিত ছিল। অত্যন্ত সহজ সরল বিনয়ী আজিজুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল দিন ব্যাপী পারুলিয়া, সখিপুর বাজারে আজিজুলের মৃত্যুর বিষয়টি ছিল বিশেষ আলোচিত ও বেদনাবিদুর।