দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুরে প্রাক্তন মন্ত্রী আ’লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি শুকনো খাবার ও বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরন করলেন এবং জন সাধারনের বিশ্রাম নেওয়ার বিশ্রামাগার নির্মানের উদ্বোধন করেন। গতকাল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নমুখি সরকার, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে রোল মডেল, তিনি দলীয় নেতা কর্মি, জন প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে সরকারের উন্নয়নমুখি কর্মকান্ড প্রচারের আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আবু রায়হান তিতু, প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল সহ অপরাপর মেম্বররা উপস্থিত ছিলেন।