দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর আলীম মাদ্রাসা চত্বরে চলমান সালিশী সন্ত্রাসী হামলা সহ ধারালো খুর দিয়ে এক পক্ষ অপর পক্ষের ভাইদের গলা কেটে রক্তপাত ঘটিয়েছে। আহতরা বর্তমানে সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। শনিবার রাতে সখিপুর চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসা চত্বরে সালিশী বৈঠক চলছিল। সালিশ চলাকালীন সময়ে হামলা ও খুর দিয়ে গলা কাটার ঘটনা ঘটে। তবে হামলাকারীরা আহত উভয়ের কেউ সালিশী বৈঠকের বাদী বা বিবাদী নন বলে জানিয়েছেন চেয়ারম্যান, গোলযোগের খবর পেয়ে দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলার নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে হামলা সহ গোলযোগ নিয়ন্ত্রনে আসে, এ সময় পুলিশ হামলা কারীদের ধাওয়া দেয়। হামলা ও ধারালো খুরের আঘাতে গলার অংশ বিশেষ ক্ষত হওয়া দক্ষিন সখিপুর গ্রামের শরিফুল ও ইয়াছিন। আহত শরিফুলের ভাই ইসরাফিল বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান পরিচালনা করে এজাহার নামীয় তিন আসামী দক্ষিন সখিপুর গ্রামের শফিকুল সরদারের পুত্র মোস্তাকিম বিলাহ সরদার, একই গ্রামের রফিকুল ড্রাইভারের পুত্র হযরত ও পিয়ার আলীর পুত্র আমিরুল গাজী। সালিশে উপস্থিত অনেকে জানান সালিশটি বানচাল করার লক্ষে এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হয়েছে। আলোচিত খুরের আঘাত ঘটনায় আহতদের দেখতে সখিপুর হাসপাতালে বিভিন্ন শ্রেনি পেশার লোকজনের উপস্থিতি দেখা গেছে।