দেবহাটা অফিস \ সখিপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত কর্মী সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে শত শত দলীয় নেতা ও কর্মীরা কর্মী সমাবেশে যোগ দিলে দৃশ্যত জনসমাবেশের রূপ ধারণ করে। সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ভিত্তিক গঠিত টিম প্রধান যুগ্ম আহ্বায়ক মো: মাসুমবিলাহ। ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যক্ষ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, মোখলেছুর রহমান মুকুল, হাসান সরাফি, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, প্রভাষক কামাল হোসেন, আলতাফ হোসেন আরও বক্তব্য রাখেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। বিএনপি নেতারা বক্তব্যে বলেন শহীদ জিয়ার সংগঠন বিএনপিতে কোন ধরনের আওয়ামী দোষরদের স্থান নেই। দলের ত্যাগী নির্যাতিত এবং আওয়ামী দুঃশাসনের সময় মিথ্যা মামলা হামলায় আক্রান্তদেরকে আগামী দিনের দলের ঐক্য, ভ্রাতৃত্ব এবং যে কোন ধরনের দেশ ও সংগঠন বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে।