দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর ঐতিহ্যবাহী উদয়ন সংঘের কার্যকরী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু আব্দুলাহ আল আজাদ ও মিজানুর রহমান। সহ সভাপতি মো: আকবর আলী, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম মিঠুন, ক্রীড়া সম্পাদক শেখ কাবিজুর রহমান কাবিজ, সাংস্কৃতিক সম্পাদক মো: আ: আজিজ, সাহিত্য সম্পাদক আব্দুল গনি, পাঠাগার সম্পাদক সফিকুল ইসলাম সফি, সমাজ কল্যান সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত দুইশত চৌদ্দ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিল দুইশত ছেচলিশজন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উদয়ন সংঘের সাবেক সভাপতি মোখলেছুর রহমান। সদস্য দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান ও সদস্য আবু তালেব। উদয়ন সংঘের কার্যকরী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ ব্যাপক প্রচার প্রচারনা এবং আলোচনা ছিল আলোচিত।