দেবহাটা অফিস \ সখিপুর দেবহাটা সড়কে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করেছে নারিকোলী গ্রামের আখ ব্যবসায়ী আবুল কালাম (৪৫)। গতকাল বুধবার সকালে নিহত ব্যবসায়ী টিএনটি ভবন সংলগ্ন আখ ক্ষেত হতে আখ সংগ্রহ করতে আসলে উক্ত ভবন এলাকায় বালু বহনকারী ট্রাক তাকে পৃষ্ট করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত্যুবরনকারী আবুল কালাম নারিকোলী গ্রামের পিয়ার আলীর পুত্র। গত মে মাসে আবুল কালামের অপর ভাই আঃ লতিফ বজ্রপাতে মৃত্যু বরন করেন স্থানীয় জনসাধারন জানান সখিপুর দেবহাটার ব্যস্ততম সড়কটিতে প্রতিনিয়ত বালু বহনকারী ট্রাকের বেহিসেবী এবং নিয়ন্ত্রনহীন চলাচল এর কারনে অফিস গামী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ যাতায়াত কারীরা নিরাপদ নয়, পুলিশ ঘাতক ট্রাক আটক করেছে। চার সন্তানের জনক ব্যবসায়ী আবুল কালামের মৃত্যু ও এলাকায় শোক বিরাজ করছে।