দেবহাটা অফিস ॥ দেবহাটার বিশিষ্ট সমাজসেবক ও ডেকেরেটর ব্যবসায়ী উত্তর সখিপুর গ্রামের জালাল উদ্দীন ৭৫ গতকাল সকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী——–রাজিউন)। সখিপুর ও পারুলিয়া ব্যবসায়ী জগতে অতি ভদ্র ব্যক্তি ও সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ডেকরেটর ব্যবসার পাশাপাশি তিনি সিপ বরশি ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন। সৌখিন মৎস্য শিকারীদের কাছে ও তিনি অতি প্রিয় ছিলেন। ভদ্রতা, নম্রতা আর বিনয়ী ব্যবহারের কারনে তিনি বিশেষ ভাবমূর্তির অধিকারী ছিলেন। এলাকাবাসী ও ব্যবসায়ীদের কাছে তিনি জালাল ভাই হিসেবে পরিচিত ছিলেন। সাম্প্রতিক সময় গুলোতে বার্ধক্যের কারনে তিনি ব্যবসা হতে নিজেকে কিছুটা গুটিয়ে রাখেন। ডেকরেটর শিল্পের অন্যতম পুরধা জালাল উদ্দীনের মৃত্যুতে এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে। গতকাল বাদ মাগরীব জানাজা শেষে পারিবারীক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা সহ বহু গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।