দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বই বিক্রি এবং বই ভর্তি ভ্যান স্থানীয় জনসাধারণ কতৃর্ক জব্দ করা পরবর্তী গতকাল সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের উপস্থিতিতে সখিপুর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধণ হতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। বক্তারা বলেন, প্রধান শিক্ষক এর সহযোগিদেরকেও আইনের আওতায় আনতে হবে। স্থানীয় ব্যক্তিবর্গ বই জব্দ করে ভ্যানসহ বই নির্বাহী অফিসারের নজরে আনেন। নির্বাহী অফিসার একাডেমিক সুপারভাইজার ও দেবহাটা থানার ওসির মাধ্যমে বই বিদ্যালয়ের পাঠানোর ব্যবস্থা করেছেন। গতকাল সকালে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রবিউ মেম্বর, নাজিমউদ্দীন মেম্বর, প্রাক্তন মেম্বর এবাদুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন প্রমুখ। এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য জানতে মুঠোফোনে রিং করে বন্ধ পাওয়া যায়।