দেবহাটা অফিস ॥ সাতক্ষীরার ঐতিহ্যবাহী দেবহাটার সখিপুর সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন অধ্যাপক অলোক কুমার ব্যানার্জী। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি পপি সহ শিক্ষকরা নবাগত অধ্যক্ষকে স্বাগত ও ফুলের শুভেচ্ছা জানান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবাগত অধ্যক্ষকে দায়িত্ব ভার বুঝে দেন। দায়িত্বভার গ্রহন পরবর্তি শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। উল্লেখ্য অধ্যাপক অলোক কুমার ব্যানার্জী ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।