দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ডা: মাহমুদুল হাসান ও স্বাস্থ্য উপকমিটির সদস্য ডা: মনিরুজ্জামান। শনিবার বিকাল চারটার দিকে কমপ্লেক্সটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনসাধারণ এবং স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা জানান হাসপাতালটির চিকিৎসক সংকট, খাদ্যের মান, রোগী সেবা পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে অবহিত হন ও প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমান সময়ে তিন জন/চার জন মেডিকেল অফিসার ও কয়েকজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়ে চলছে। যে কারণে রোগীরা চিকিৎসক সংকটের কারণে যথাযথ বিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহসেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াত আমীর মাও: শিক্ষাবীদ অলিউল ইসলাম, জামায়াত নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।