এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ বাংলাদেশ সচিবালয়স্থ সাতক্ষীরা জেলা চাকরীজীবী ফোরাম এর পক্ষ থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছ। গতকাল সকালে বাংলাদেশ সচিবালয়ে সংসদ সদস্যকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রনালয়ে সাতক্ষীরার কৃতি সন্তানদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারের ধারাবাহিকতার কারণে সারাদেশে অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে। সাতক্ষীরা জেলার অনেক প্রতিভাবান রত্ন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। এজন্য সাতক্ষীরার-৪ আসন সহ জেলার সার্বিক উন্নয়নে আপনাদের একটি গুরুত্বপূর্ণ রোলপ্লে করার সুযোগ আছে। ীর্ঘদিন পর সুযোগ এসেছে সাতক্ষীরার মানুষের কল্যানে কাজ করার। সবাইকে সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীল ভুমিকা রাখা সহ সাতক্ষীরা-৪ এর উন্নয়ন মূলক কর্মকান্ডে রুপান্তরসহ স্মার্ট (শ্যামনগর-কালিগঞ্জ) সংসদীয় আসন গড়তে সকলের সহযোগীতা কামনা করেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন সচিবালয়স্থ সাতক্ষীরা জেলা চাকরিজীবী ফোরামের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দর রহিম, শরিফুল ইসলাম, মোঃ রাশিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মনির, আব্দুস ছবুর, মোঃ দেলোয়ার হোসেন, মুক্তা, আনজুমানারা, বাবর আলী, মিরাজুল ইসলাম, আল আমিন, প্রকাশ কুমার ঘোষ, তরুণ কুমার সরকার, আতাউর রহমান, শেখ আব্দুস সাত্তার, সুমন ঘোষ, শহিদুল প্রমুখ।