বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সড়কের পাশে পানির মধ্যে পড়ে ছিল মোটরসাইকেলসহ যুবকের মরদেহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে শনিবার সড়কের পাশ থেকে পুলিশ আবদুর রশিদ নামে এক যুবকের মৃতদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। নিহত আবদুর রশিদ কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের গোপসানা গ্রামের মৃত মোহর আলীর ছেলে। তিনি পেশায় একজন নৈশ্য প্রহরী ছিলেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ ও এলাকাবাসী জানান, আবদুর রশিদ(৫০) উপজেলার রাজগঞ্জ বাজারে জনৈক এক ঠিকাদারের আওতায় নৈশ প্রহরীর কাজ করতেন। কাজ শেষে শনিবার সকাল সাড়ে পাঁচটার দিকে প্রচন্ড কুয়াশার মধ্যে নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হাকিমপুর মোড়ের কাছে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে পাশে খাদের পানির মধ্যে থাকা খেজুর গাছের ওপর আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারনা মোটরসাইকেল চালিয়ে যাবার সময় হার্ড অ্যাটাকে(ষ্ট্রোক) আক্রান্ত হলে নিয়ন্ত্রন হারিয়ে পানিভর্তি খাদের মধ্যে খেজুরগাছের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com