মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

সড়কে সড়কে লাশের মিছিল, রক্ত, আহতদের আর্তচিৎকার মানব ঘাতক সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

 

দৃষ্টিপাত রিপোর্ট \ সড়কে সড়কে লাশের মিছিল, আহত আর রক্তাত্বদের আর্তনাদ, বেহিসেবি যানবাহন চলাচল সেই সাথে সড়ক ব্যবস্থা যান চলাচলের অনুপযোগিতা দৃশ্যত: জনজীবন তথা যাত্রী সাধারণকে নিরাপত্তাহীন করে তুলেছে। সাতক্ষীরার বাস্তবতায় ঘটেই চলেছে প্রতিনিয়ত মানবঘাতক নামক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনা এতটুকু পর্যায়ে পৌছেছে যে তাকে নিশ্চিত ভাবেই মহামারী বলা যায়। গত সপ্তাহের ব্যবধানে জেলায় একাধিক সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিনেরপোতা সড়ক যেন দুর্ঘটনাকে প্রতিনিয়ত আমন্ত্রণ জানাচ্ছে। অতি স¤প্রতি বিনেরপোতায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু তার দুই দিন পর আরও একজনের প্রাণহানী আতঙ্কিত আর দুর্ঘটনা প্রবণ হয়ে পড়েছে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকা। সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক জেলার বিশলক্ষাধীক মানুষের যাতায়াত ও যোগাযোগের একমাত্র মাধ্যমক এই সড়কটির অবস্থা কোন অবস্থাতেই সুখকর নয় এক কথায় সড়কটি যানবাহন চলাচলের অনুপোযোগিতায় পৌছেছে। সড়কটির পরতে পরতে খানা খন্দ আর গর্তে পরিপূর্ণ। বর্তমান সময় গুলোতে সড়কটির কোন কোন অংশে সংস্কার কাজ শুরু হওয়ায় ধুলাবালু আর ইটপাথরের টুকরা বড় ধরনের বিপদজনক পরিস্থিতির অবতরণা ঘটাচ্ছে। যান চলাচলের ক্ষেত্রে চরমভাবে প্রতিবন্ধকতায় পূর্ণ সড়কটিতেই চলছে যান চলাচল এবং ভাঙ্গাচোরা অনুপযুক্তসড়কের কল্যাণে প্রতিনিয়ত দূর্ঘটনাবেড়েই চলেছে। সড়কটিতে দূর্ঘটনার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে তথা কথিত যানবাহনের চলাচল, ইঞ্জিনভ্যান, ব্যাটারীভ্যান, নছিমন, করিমন, ইজিবাইকসহ এই জাতীয় যানবাহনের উপস্থিতি দূর্ঘটনাকে এগিয়ে নিচ্ছে। সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হওয়া, চিকিৎসাগ্রহণ কারীদের অধিকাংশ সড়ক দূর্ঘটনায় আহতরা। এখানেই শেষ নয় জেলা শহর সাতক্ষীরার একাধিক অর্থপেডিকস ক্লিনিকগুলোতে সড়ক দূর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা গ্রহণের বিষয়টি এত অধিক যা রিতিমত উদ্বেগের বিষয়। স¤প্রতি সাতক্ষীরা বাইপাস সড়কে দূর্ঘটনার মাত্রা বেড়েছে। শহরের যানজটযুক্ত পরিবেশের বিপরীত অপেক্ষাকৃত কাঁদা সড়ক যে কারণে এক শ্রেণির যানবাহনের চালকরা অতিরিক্ত তথা নিয়ন্ত্রণহীন গতিতে যানবাহন চালনা করে থাকে বলে অভিযোগ আর নিয়ন্ত্রণহীন গতিতে যানবাহন চালনা করার খেসারত দিতে হচ্ছে যাত্রীদের। অবশ্য কোন কোন মোটরসাইকেল চালকরা ফাঁকা সড়ক পেয়ে ইচ্ছামত চালনা করায় অসাবধনতা বশত দূর্ঘটনায় আক্রান্ত হচ্ছে। গত এক মাসে বাইপাস সড়কে উলে­খযোগ্য দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যানবাহনের সাথে সংশি­ষ্ট চালক, সুপারভাইজার, হেলপার, শ্রমিকশ্রেণিসহ যাত্রী সাধারণের সাথে কলা বলে জানা গেছে নিয়ন্ত্রনহীন গতিতে যানবাহন চালনা করাই দূর্ঘটনার অন্যতম কারণ এক্ষেত্রে চালকদেরকে সর্বাপেক্ষা সতর্ক ও সাবধান হতে হবে। মালিকপক্ষকে যার তার কাছে গাড়ির চাবি দেওয়া হতে বিরত থাকতে হবে। সনদবিহীন কোন চালক যেন যানবাহন পরিচালনা করতে না পারে সে বিষয়ে অধিকতর সতর্ক অবলম্বন করতে হবে। যে পরিবারের কোন সদস্য সড়ক দূর্ঘটনায় নিহত হয়, আহত বা পঙ্গুত্ব বরণ করে সেই পরিবারই অবগত হয় এবং মর্মে মর্মে অনুধাবন করে সড়ক দূর্ঘটনা কতটুকু বেদনাদায়ক, মর্মান্তিক এবং পরিবারে অন্ধকার আনায়ন করে। একটি দূর্ঘটনা আজীবনের কান্না আর তাই দ্রুত চালনা নয়, ধীর স্থিরভাবে যানবাহন পরিচালনা করাই শ্রেয়। একেবারে ঘরে না ফেরা অপেক্ষা দেরী করে ফেরাই উত্তম। সড়কে সড়কে লাশের উপস্থিতি, রক্তপাত, আহতদের আর্তচিৎকার দেখতে চাই না। ঘর থেকে সুস্থ মানুষটি যেন নিরাপদে ঘরে ফিরতে পারে এটাই চাওয়া আর এ জন্য সড়ক ও মহাসড়কে চলাচলকারীদেরকে সতর্কতার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com