ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, শাহজালাল, মোমিনুর রহমান, মোহাম্মদ আলী লিটন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক প্রমুখ। এসময় নেতৃবৃন্দ শেখ সরোয়ার হোসেনের আত্মীয়—স্বজনসহ পরিজনের সাথে সাক্ষাৎ করেন এবং সার্বিক খোঁজ—খবর নেন। পরে তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।