কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের কুকো ডাঙ্গা গ্রামের মোঃ হাফিজুল ইসলাম (ড্রাইভার) আর নাই। ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৬— ৩০ মিনিটের ট্রাকের ধাক্কায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে ট্রাক রেখে ট্রাকের চাকা পাংচার সারাই করার সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্যদিক থেকে আসা একটা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয় এবং সে আইল্যান্ডের বাইরে পড়ে যায় আর তাতেই তার মৃত্যু ঘটে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক ছিল। তার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড সহ তার পরিবারের ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।