স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৩০ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল দিন ব্যাপী জেলা প্রশাসনের পাশাপাশি ব্যাটালিয়নের প্রধান কার্যালয় কর্তৃক কর্মসূচী পালিত হয়। শহরের পুরাতন সাতক্ষীরা জমিদার বাড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আনছার কমানড্যান্ট ও ৩০ আনসার ব্যাটালিয়ন (অতি: দায়িত্ব) অধিনায়ক মোরশেদা খানম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো: আলমগীর হোসেন, কোম্পানী কমান্ডার মইনুল হাসান। পরে এক প্রীতিভোজে অংশগ্রহন করেন। এসময় ব্যাটালিয়নে সকল সৈনিক উপস্থিত ছিলেন।