ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর—ব্রহ্মরাজপুর এলাকায় অবস্থিত ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মুহম্মদ হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, মাওলানা মহসীন উদ্দীন, রমেশ সরদার, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল—মামুন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মহসীন উদ্দীন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।