ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৫শে জানুয়ারি শনিবার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এই টুর্ণামেন্টে ধুলিহর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দল অংশগ্রহণ করে। খেলার ফলাফলে ৯নং ওয়ার্ড ভালুকা চাদপুর চ্যাম্পিয়ন হয় এবং ১নং ওয়ার্ড দামারপোতা রানার্সআপ হয়। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধুলিহর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মাও: মো: আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্তব্যে তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে একদিকে আমাদের শারিরীক গঠন হয় অন্যদিকে আমাদের বিনোদনের সুন্দর সুযোগ সৃষ্টি হয়। আমাদের যুবসমাজের অবক্ষয় ও মাদকাসক্ততা থেকে দূরে রাখতে তাদের নৈতিক প্রশিক্ষণ বা আদর্শিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে। আর যদি তা না হয় যেই লক্ষ্যে ৭১ সালের স্বাধীনতা অর্জন এবং ২৪ এর গণঅভ্যূত্থানে যে বিজয় অর্জিত হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আজকের যুবসমাজ আগামীদিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদের সঠিকভাবে বেড়ে উঠার জন্য খেলাধূলার প্রয়োজন রয়েছে।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ১৪নং ফিংড়ি ইউনিয়ের সাবেক চেয়ারম্যান আল.মাস্টার হাবিবুর রহমান,জামায়াত নেতা মাও: আব্দুস সবুর,প্রফেসর শহিদুর রহমান,ধুলিহরের সাবেক চেয়ারম্যান আল. মাওঃ আশরাফুজ্জামান খোকন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যো আরো উপস্থিত ছিলেন— জামায়াত নেতা প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ,বিশিষ্ট ব্যারসায়ী মো: মোকলেছুর রহমান, অধ্যাপক মাও: মনিরুল ইসলাম বিলালী, প্রভাষক বায়েজীদ, সমাজ সেবক হাবিবুর রহমান, উদ্যোক্তা ও ব্যবসায়ী মো: ফয়সাল আহম্মেদ, জি.এম আক্তারুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন বিভাগের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন সাতক্ষীরা রেফারি ফেডারেশনের সভাপতি ফজলুল করিম ও আবু শামীম মো: অহিদুজ্জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তালেব বাবু।