ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ব্রহ্মরাজপুর এলাকার বিভিন্ন জায়গায় লুটপাট ও চাঁদাবাজি রুখে দিয়ে সর্বস্তরের জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে ৭ আগস্ট বুধবার রাতে ধুলিহর ব্রহ্মরাজপুর বিএনপির উদ্যোগে ব্রহ্মরাজপুর বাজারের বালিথা চার রাস্তা মোড় এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জন সাধারণ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান। বক্তব্যে বলেন, উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কর্মীদের হুশিয়ার করেন, সংখ্যালঘু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা নেতাকর্মীদের পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য অনুরোধ জানান। আরো বলেন, গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসন আমলে সাতক্ষীরার প্রতিটি জুলুম নির্যাতন ও অন্যায় অপরাধের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। বিশেষ করে কোনো ভাবেই আইন নিজের হাতে তুলে না নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম’র সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর থানা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদি,জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নানটা, সহ সমন্বয়ক ফরিদুজ্জামান ও আব্দুল আলীম, সেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক এ্যাড কামরুজ্জামান ভুট্টু,সদর থানা যুব দলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স,যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন মিঠু,থানা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, সদর থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন আফিল, যুবনেতা-নুরুল ইসলাম বাবু,মিলন হোসেন, উজ্জ্বল, রড বাবু, ব্রহ্মরাজপুর বণিক সমিতি সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বিএনপির নেতা- তাকদির আহসান রুবেল, আনারুল ইসলাম, শাহাজান আলীসহ সকল ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।