স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ।গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মেহেদীবাগ, মধুমাল্লার ডাংঙ্গী, লাবসা, বিনের পোতা মৎস্য সেট, মধ্যমকাটিয়া, সুলতানপুর সাহাপাড়া, বাঁকাল, ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগত উদ্যোগে অতীতে সদরের বিভিন্ন মানুষের সহায়তা করে আসছি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছি। মানুষের সুখে-দুঃখে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো। আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে আমার থেকে সরকারি সকল সুযোগ সুবিধা সঠিক ভাবে বন্টন করা হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ সদর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করবো। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, দপ্তর সম্পাদক কাজী আমিনুল ইসলাম ফিরোজ, প্রচার সম্পাদক বাবু কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, জাতীয় পার্টি নেতা প্রভাষক শরিফুল ইসলাম,কাজী আশরাফুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক আব্দুর রউফ বাবু প্রমুখ।