স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারান চন্দ্র মন্ডল, উপজেলা সমাজ সেবা অফিসার শরিফুল ইসলাম, আগর দাড়ি ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন মিলন, শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ার, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও সুশীল সমাজ এর ব্যাক্তিবর্গ।