স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবুর পক্ষে গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, দোকান মালিক ও পথচারীদের সাথে মশিউর রহমান বাবুর পক্ষে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা জাতীয় তরুণ পার্টির সাধাঃ সম্পাদক আব্দুল কাদের, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ সরদার, সাধাঃ সম্পাদক সামছুর রহমান সোনা, ধুলিহর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আর্শাদ আলী, সাধাঃ সম্পাদক মো. ফজলুর রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাইলাল, ফিংড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির, জাপা নেতা আবু সাঈদ, আব্দুস সোবহান, ইসলাম, নজরুল ইসলাম, আনার আলী, মোহাব্বত আলী, রবীন্দ্রনাথ প্রমুখ। এ সময় ইউনিয়ন জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সাথে ছিলেন।