স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু দিনব্যাপী গণসংযোগ করছেন। গতকাল সদরের বাঁশদহ সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু,আগামী দিনে উপজেলার উন্নয়ন ও পরিকল্পনার চিত্র তুলে ধরে বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যান কাজ হবে। আমি উপজেলা নির্বাচনে ভোটে প্রদানের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই।এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধাঃ সম্পাদক আব্দুল কাদের, বাঁশদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মোঃ বদরুজ্জামান খোকা, সাধাঃ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ব্যবসায়ী ইসমাইল হোসেন, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মোশাররফ হোসেন, জাতীয় পার্টির নেতা মিজান, সবুজ, আজিজুল ইসলাম, আমির হোসেন, লিটন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।