শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

সদর উপজেলা নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী মশিউর রহমান বাবুর নির্বাচনী মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোটার ॥ আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান বাবুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে গতকাল বেলা ১১ টায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় সাবেক এমপি প্রয়াত এম এ জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক ও জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু,পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধাঃ সম্পাদক শেখ আবু সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাবেক ছাত্রনেতা শেখ শরিফুল ইসলাম, জাপানেতা মোঃ নুর মোহাম্মদ পাড়, যুবসংহতীর নেতা আশিকুর রহমান বাপ্পী,মোঃ আবু তাহের, মোস্তাফিজুর রহমান তুষার,জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনু হক ফিরোজ, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মকফুর রহমান,জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহবায়ক এবিএম নাজিবুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি চেয়ারম্যান মোঃ ঈসরাইল গাজী, জেলা জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বদিউজ্জামান বদু সহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধাঃ সম্পাদক,ও পৌর জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাপার প্রার্থী মশিউর রহমান বাবু ক্লিন ইমেজের প্রার্থী। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।জনগন তাকে ভোট দিয়ে উপজেলা পরিষদে বসার করা সুযোগ দিবেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলাকে মডেল উপজেলায় পরিনত করা হবে। আমাদের প্রতিটি ইউনিয়নে সেন্ট্রাল কমিটি গঠন করতে হবে। সকল ভেদাভেদ ভূলে মশিউর রহমান বাবুর পক্ষে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তরুন পার্টির আহবায়ক মোঃ আলী ইয়াসিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com